Print Date & Time : 26 July 2025 Saturday 1:28 pm

সড়কবাতি পরিচালনাকারীদের সম্মানী দিল চসিক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চসিকের বেতনভুক্ত কর্মচারী না হয়েও সড়কবাতির সুইচ অন-অফকারীরা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা অবশ্যই প্রশংসনীয়। গতকাল সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে নগরীর সড়কবাতির সুইচ অন-অফকারী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নগরের ৪১ ওয়ার্ডে সঠিক নিয়মে সুইচ অন-অফের ফলে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। শহরের রাস্তাঘাটে যথার্থ আলোয় মানুষজন চলাফেরা করতে পারছে।’

চসিক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, প্রকৌশলী রেজাউল বারী, সহকারী প্রকৌশলী সালমা বেগম, সিবিএ’র সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।