শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা রাজধানী ইসলামাবাদের কাছে কয়েকটি সড়ক অবরোধ করেছে। এ কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কর্তৃপক্ষ এক দিনের জন্য স্কুলগুলো বন্ধ রাখতে বাধ্য হয়। খবর: রয়টার্স।
পিটিআিই নেতা ইমরান গত বৃহস্পতিবার একটি হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান। আগাম নির্বাচনের দাবিতে ২৮ মার্চ লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হওয়া পিটিআইয়ের লংমার্চের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
এ সময় পথে পাঞ্জাবের ওয়াজিরাবাদে দলের সমাবেশ চলাকালে কন্টেইনার মঞ্চে থাকা ইমরানকে লক্ষ করে গুলিবর্ষণ করা হয়। এতে দলীয় এক কর্মী নিহত এবং তিনিসহ ১০ জন আহত হন। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
দলের নেতাকে এ হত্যা চেষ্টার প্রতিবাদে পিটিআইয়ের কর্মীরা নতুন প্রতিবাদ শুরু করেছেন। তারা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাবেন।
গত সোমবার রাত থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে এ প্রতিবাদ শুরু করেন তারা। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সড়কের পাশাপাশি রাজধানীর সঙ্গে লাহোর ও পেশোয়ার শহরকে সংযোগকারী মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
ইমরান খানের সমর্থকরা রাস্তার ওপর অবস্থান নিয়ে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
পাকিস্তান সরকার গতকাল মঙ্গলবার সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়।
পুলিশ কর্মকর্তা ইয়াওয়ার আলি বলেন, অবরোধের কারণে লোকজন কাজে যেতে পারছে না। অনেক পরিবার কয়েক ঘণ্টা ধরে রাস্তায় আটকে পড়ে আছে। অবরোধকারীরা অ্যাম্বুলেন্সও আটকে রেখেছে বলে অভিযোগ পেয়েছি আমরা।
ইমরানের পায়ে গুলি লেগেছিল। গত রোববার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এপ্রিলে পার্লামেন্টের আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে আগাম সাধারণ নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে আসছেন তিনি। এরই অংশ হিসেবে লংমার্চের ডাক দেন তিনি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন।