Print Date & Time : 22 July 2025 Tuesday 5:37 am

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ধপ্রতিনিধি, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন মিয়া (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল দুপুরে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমন কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী এলাকার জেুলহাস মিয়ার ছেলে। তিনি এলেঙ্গা শামছুল হক কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন, একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮) ও হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯)।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, দুপুরে লিংরোডে তিন বন্ধু মোটরসাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমন মিয়া নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।