সত্যজিৎ রায়ের ভক্ত মার্টিন স্করসেসি

শোবিজ ডেস্ক: আমেরিকান নির্মাতা মার্টিন স্করসেসির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। পঞ্চাশ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ক্যাটাগরিতে ২০টি একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জিতেছেন তিনি। এসবের অন্যতম ‘দ্য ডিপার্টেটে’র জন্য ২০০৭ সালে জিতে নেওয়া সেরা নির্মাতার পুরস্কার।

আমেরিকান পরিচালক হওয়া সত্ত্বেও ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে ৭৪ বছর বয়সী এ পরিচালকের। পরিচালক অনুরাগ কাশ্যাপ নিজের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ও ‘দেব ডি’ ছবি দুটি দেখতে পাঠিয়েছিলেন এই নির্মাতাকে। প্রশংসা করে কাশ্যাপকে একটি চিঠিও পাঠিয়েছিলেন স্করসেসি।

এ প্রসঙ্গে এইজটি সিটিতে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন বলেছেন, ‘অনুরাগ আমাকে দুটি সিনেমা পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি ছিল অসাধারণ। আমার মনে আছে, পরবর্তী সময়ে আমি তাকে একটি চিঠিও পাঠিয়েছিলাম। দু বছর আগে একটি ফিল্ম ফেস্টিভ্যালে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল।’

চমকপ্রদ তথ্য হলো ‘দ্য র‌্যাগিং বুল’খ্যাত এ নির্মাতা ভারতের দুজন কিংবদন্তির বড় ভক্ত। তারা হলেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আর নৃত্যশিল্পী ও পরিচালক উদয় শংকর।

সত্যজিৎ রায়ের স্মৃতি মনে করে স্করসেসি বলেছেন, ‘আমি তার কাজের ধরনের বড় ভক্ত। আমার ভাণ্ডারে তার কয়েকটি স্মৃতি রয়েছে।’ উদয় শংকর প্রসঙ্গে স্করসেসির ভাষ্য, “তার ‘কল্পনা’ ছবিটি সত্যি অসাধারণ ছিল। এটি একটি নাচের ছবি। নাচ নিয়েই শুধু ছবিটি নয়, এর প্রতিটি মুহূর্তকে ঘিরে রয়েছে নাচ, সংকলন ও শক্তি।”