শোবিজ ডেস্ক: ছোটপর্দার অভিনেতা শ্যামল মাওলা। সম্প্রতি তিনি ‘সদরঘাটের টাইগার’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন সুমন আনোয়ার। শ্যামল মাওলার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ। গল্পে দেখা যাবে, সদরঘাটের এক শ্রমিক টাইগার। যে ডকওয়াটে কাজ করে। এক নামে সবাই তাকে চেনে। নানা রকম অবৈধ কাজের সঙ্গে সে জড়িত। ঘটনাচক্রে লাইলী নামের এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। সে পরিচয় গড়ায় প্রেম-ভালোবাসায়। কিন্তু কোনো এক কারণে লাইলীকে খুন করার কাজেই নিযুক্ত হন টাইগার। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে এ ওয়েব সিরিজটি। এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, এটি সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে। পুরান ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও সদরঘাটে শুটিং করা হয়েছে। দর্শক এটি উপভোগ করবেন বলে আশাবাদী। উল্লেখ্য, তিনি এটি ছাড়াও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি কয়েকটি খণ্ড নাটকের শুটিংও শেষ করেছেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন।

Print Date & Time : 2 August 2025 Saturday 10:29 am
‘সদরঘাটের টাইগার’ শ্যামল মাওলা
বিনোদন ♦ প্রকাশ: