Print Date & Time : 1 September 2025 Monday 5:42 pm

সন্তান জন্ম দিয়ে চম্পট মা, কোলে তুলে নিলেন ইউএনও

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন হাসপাতালে ভর্তি আগুন্তুক মা। তবে সন্তান জন্মের পরই চম্পট সেই মা। তবে ভালোবাসা আর বিবেকের তাড়নায় সেই ফুটফুটে কন্যা সন্তানকে কাছে টেনে নিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। মায়ের কোলে ঠাঁই না পেলেও ইউএনওর কোলে ঠাঁই হলো শিশুটির।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই নবজাতক ভূমিষ্ঠ হয় বলে জানা গেছে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জন্ম দেওয়া সেই মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

হাসপাতাল সূত্র জানা যায়, বিলকিছ নামে এক মহিলা রোববার রাতে আনোয়ারা উপজেলা হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর নবজাতককে একা ফেলে রেখে শিশুটির মা ও সঙ্গে আসা দুজন নারী চলে যান। তারা হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাঁশখালী থানার সাদনপুর গ্রামের ঠিকানা ব্যবহার করেন। পরবর্তীতে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। তবে সদ্য পৃথিবীতে আগমন করা শিশুটির মায়ের কোলে ঠাঁই না হলেও, হয়েছে আনোয়ারা উপজেলার (ইউনও) শেখ জোবায়ের আহমেদের কোলে।

এবিষয়ে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, হঠাৎ শুনতে পেলাম এরকম একটি নবজাতককে হাসপাতালে রেখে মা কোথায় চলে গেছে। বিবেকের তাড়নায় আমি শিশুটিকে আমার কাছে নিয়ে আসি। বর্তমানে শিশুটি  সমাজসেবা অধিদফতরের কাছে রয়েছে। কেউ যদি দত্তক নিতে চাই তাহলে দত্তক দেওয়া হবে।