Print Date & Time : 27 July 2025 Sunday 5:08 pm

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম, পরিচালকমণ্ডলী, উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ডিএমডি মো. রফিক আহমেদ এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান। এছাড়া কোম্পানির স্ট্যাটুটরি অডিটর আজিজ হালিম খায়ের চৌধুরী, করপোরেট গভর্ন্যান্স কমপ্ল্যায়েন্স অডিটর মোল্লা কাদের ইউসুফ অ্যান্ড কোং এবং ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার জসিম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিনিধি ডিজিটাল প্ল্যাটফর্মে সভায় যুক্ত ছিলেন। সভায় ২০২২ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি