Print Date & Time : 11 September 2025 Thursday 3:11 am

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকের মৃত্যুবার্ষিকী পালন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক উদ্যোক্তা পরিচালক মাসুদুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মাসুদুর রহমানের ছেলে শাফাফ রহমান সাদ, পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি মাহমুদুল বারী, কোম্পানির  মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায়। এছাড়া উপস্থিত ছিলেন উভয় কোম্পানির প্রধান কার্যালয়ের সব ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি