Print Date & Time : 6 August 2025 Wednesday 12:30 pm

সন্ধান মিলেছে চৌগাছার নিখোঁজ তিন ছাত্রের

 

 

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রের সন্ধান মিলেছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার রাতে তাদের সন্ধান পাওয়া যায়। মঙ্গলবার রাতে তারা বাড়ি ফিরবে বলে জানিয়েছেন নিখোঁজ আশরাফুল ইসলাম শাওনের বাবা শফিকুল ইসলাম। উপজেলার থানাপাড়ার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন, চৌগাছা পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও চৌগাছা বাকপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় গত ২২ জানুয়ারি দুপুর আড়াইটায় উপজেলা সদর থেকে নিখোঁজ হয়।