Print Date & Time : 15 August 2025 Friday 9:00 pm

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘দ্য রক’

শোবিজ ডেস্ক : সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাবেক রেসলার ও হলিউড তারকা ডোয়াইন জনসন। যিনি ‘দ্য রক’ নামে পরিচিতি। ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিও পোস্ট করে সেখানে এ কথা উল্লেখ করেন তিনি।

‘দ্য রক’ জানান, স্ত্রী লরেন হাশিয়ান এবং দুই মেয়ে জেসমিন (৪) ও টিয়ানা (২) এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তারা সবাই সেরে উঠেছেন।

অভিনেতা জানান, তার জন্য এ যাবতকালে করোনার পরীক্ষা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং ও কঠিন একটা অভিজ্ঞতা।

ডোয়াইন জনসন বলেন, সব সময়ই তিনি পরিবার ও ভালোবাসার মানুষদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এসেছেন। আশা করেছিলেন, শুধু তারই করোনা পজিটিভ হবে। কিন্তু তা হয়নি।

‘ইতিবাচক’ মনোভাব ধরে রাখার পাশাপাশি নিয়মানুবর্তিতা, মাস্ক পরা ও জনসমাবেশ এড়িয়ে চলার কথা মনে করিয়ে দিয়ে ডোয়াইন জনসন ভিডিওটি শেষ করেন।

প্রসঙ্গত, চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জনসন। কদিন আগেই ঘোষণা এসেছে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে তাকে।