সপ্তমবারের মতো এটুআই অর্জন করল ‘ডব্লিউএসআইএস’ পদক

টানা সপ্তমবারের মতো তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২০’ অর্জন করেছে এটুআই’র দুটি উদ্যোগ। ই-বিজনেস ক্যাটেগরিতে ‘একশপ’ এবং ই-এমপ্লয়মেন্ট ক্যাটেগরিতে ‘দক্ষতা, কর্মসংস্থান ও এন্টারপ্রেনারশিপবিষয়ক সমন্বিত ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’ (ংশরষষং.মড়া. নফ) চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শতাধিক দেশ থেকে প্রাপ্ত আবেদন বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই ও অনলাইন ভোটিং শেষে অনলাইনে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১৮টি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হয়, যেখানে মোট ৭৬২ সাবমিশন থেকে ৩৫৪টি প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৭২টি প্রকল্প চ্যাম্পিয়ন এবং ১৮টি প্রকল্প উইনার হয়, যার মধ্যে বাংলাদেশের দুটি প্রকল্প চ্যাম্পিয়ন এবং একটি প্রকল্প উইনার হওয়ার গৌরব অর্জন করে।

তথ্যপ্রযুক্তি খাতে ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্সি, গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের কল্যাণে নানা উদ্ভাবনের জন্য প্রতি বছর জাতিসংঘের আইসিটি-সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ডব্লিউএসআইএস পুরস্কার দিয়ে থাকে।

কভিড-১৯-এর কারণে সৃষ্ট পরিস্থিতির ফলে এ বছর ডব্লিউএসআইএস পুরস্কার প্রদানের অনুষ্ঠান অনলাইনে আয়োজন করে। আইটিইউ কর্তৃপক্ষ গত শুক্রবার বিজয়ী প্রকল্পগুলোর প্রতিনিধিদের নিয়ে অনলাইনে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন আয়োজন করে।

অনুষ্ঠানে এটুআই’র প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. আবদুল মান্নান এবং টিম লিড (রুরাল ই-কমার্স) রেজওয়ানুল হক জামি অনলাইনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে ড. আবদুল মান্নান বলেন, বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এটুআই টেকনিক্যাল ও ভোকেশনাল বিষয় নিয়ে তরুণদের দক্ষতা উন্নয়নে এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে গড়ে তোলার লক্ষ্যে ভার্চুয়াল ক্লাস চালু করে। বিজ্ঞপ্তি