নিজস্ব প্রতিবেদক : ঈদের পরে সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার লেনদেনও বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৬২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৪ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৬২ কোটি ৮০ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৫ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৯.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৮ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১৫৯টির এবং অপরবর্তিত রয়েছে ৪২টির।
গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি ৪৫ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫০ হাজার ৫৯১ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ০.০২ শতাংশ বা ১৫২ কোটি টাকা।