Print Date & Time : 30 August 2025 Saturday 10:05 am

সপ্তাহজুড়ে লেনদেনের পাঁচ শতাংশ ইন্ট্রাকোর

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৯১ লাখ শেয়ার ৮৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ০৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি এক লাখ ৬১ হাজার ১১৭টি শেয়ার ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৮ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির মোট তিন কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭ শেয়ার রয়েছে। ডিএসই’র সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৮ দশমিক ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১১ দশমিক ৮৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৯ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মুন্নু সিরামিক। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, আর ২০২২ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা এক পয়সা। এর আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, আর ২০২১ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৭ পয়সা।