সপ্তাহজুড়ে লেনদেনের পাঁচ শতাংশ সি পার্ল বিচ রিসোর্টের

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৫৭ লাখ ৪৯ হাজার ৮৮৭টি শেয়ার ১২০ কোটি ২ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৫১ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২০৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারটির দর সর্বনি¤œ ২০৫ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ২১২ টাকায় ওঠানামা করে। এদিন কোম্পানিটির ১১ লাখ ১৪ হাজার ৭৩৪টি শেয়ার ৪ হাজার ২৯০ বার হাতবদল হয়, যার বাজারদর ২৩ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ৩২৮ টাকা ও সর্বনি¤œ ১৩৩ টাকার মধ্যে ওঠানামা করে।

বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করা কোম্পানিটির ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২২ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪৬ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৮ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ২ টাকা ৭৮ পয়সা বেড়েছে। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৭ পয়সা। এছাড়া ২০২৩ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৮ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুনে ছিল ১১ টাকা ৭৭ পয়সা। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১০ টাকা ২২ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৫৭ পয়সা।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক ছাড়া শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৪ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৭ পয়সা। আর আলোচিত সময়ে তাদের শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা।