Print Date & Time : 27 August 2025 Wednesday 10:29 am

সপ্তাহজুড়ে সিটি ব্যাংকের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (২৪ মে-২৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৯৫ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে সিটি ব্যাংক পিএলসির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২১ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭ টাকা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪ টাকা ৮০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিংয়ের ১৬ দশমিক ৯৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৪৭ শতাংশ, এসএমইএএলইসি মিউচুয়াল ফান্ডের ১৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১৫ দশমিক ৮৫ শতাংশ, পূবালী ব্যাংকের ১৫ দশমিক ৪৪ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫ দশমিক ৩২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের ১৪ দশমিক ৬১ শতাংশ।