Print Date & Time : 7 July 2025 Monday 10:00 pm

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৬৪৩ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ভয়াবহ পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ দিন ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। পাশাপাশি সূচকের উন্নতি হয়েছে ২১ পয়েন্ট। আর এতে আজ রোববার লেনদেন শেষে সূচক অবস্থান করছে ছয় হাজার ৬৬২ পয়েন্টে।  এ দিন বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে সিংহভাগ শেয়ারই ছিল ‘এ’ ক্যাটেগরির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বৃহস্পতিবার ডিএসই সূচক ছিল ছয় হাজার ৬৪১ পয়েন্টে। আর লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৬৪ লাখ টাকা। আজ রোববার বৃদ্ধি পেয়েছে ১২৭ কোটি ৯২ লাখ টাকা। ডিএসইতে আজ ৩৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২১৭টি, কমেছে ১১০টির এবং ৫২টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।