Print Date & Time : 18 August 2025 Monday 11:44 pm

সপ্তাহের ব্যবধান: ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৮.২১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক লেনদেন কমেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন ছুটি থাকায় গেলো সপ্তাহে কার্যদিবস ছিল চার দিন। এর মধ্যে একদিন সূচক বেড়েছে, তিন দিন কমেছে। গত সপ্তাহে ডিএসইতে টার্নওভার আগের সপ্তাহের তুলনায় কমেছে ৩৪ দশমিক ৫৭ শতাংশ। দৈনিক গড় লেনদেনও আগের সপ্তাহের চেয়ে কমেছে ১৮ দশমিক ২১ শতাংশ। তবে বাজার মূলধন বেড়েছে দশমিক ৪৫ শতাংশ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে ৩৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত ছিল ২৩টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১টির।

অন্যদিকে সিএসইতে ২৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির শেয়ারদর।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৯৩১ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৫৩৮ টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৪৮১ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ২০৭ কোটি ৩২ লাখ ৩১ হাজার ৯৪৩ টাকা বা ১৮ দশমিক ২১ শতাংশ।

অন্যদিকে গেলো সপ্তাহে ডিএসইর মোট টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৭২৫ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ১৫২ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৬৯৩ কোটি ৪৪ লাখ ৭ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে ১ হাজার ৯৬৭ কোটি ৯৮ লাখ ৯ হাজার ২৫১ টাকা বা ৩৪ দশমিক ৫৭ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৮ হাজার ১৪৪ কোটি ২১ লাখ ৯৬ হাজার ২৭৫ টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল তিন লাখ ২৩ হাজার ৮ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ২৫ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৬ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে গত সপ্তাহের শেষ দিন ৫ হাজার ৭২৬ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩০১ দশমিক ৪৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে দুই হাজার ৯০ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক সপ্তাহে সার্বিক সূচক সিএসসিএক্স কমেছে দশমিক ০৪ শতাংশ। এছাড়া সিএএসপিআই সূচক কমেছে দশমিক ১১ শতাংশ, সিএসই৫০ সূচক দশমিক ৪৮ শতাংশ ও সিএসআই শরিয়াহ সূচক দশমিক ০৭ শতাংশ এবং সিএসই৩০ সূচক দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

সিএসইতে গত সপ্তাহে টার্নওভারের পরিমাণ দাঁড়ায় ২৭৬ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার টাকা, যা আগের সপ্তাহের চেয়ে কমেছে ৯৫ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার টাকা। আগের সপ্তাহে টার্নওভার ছিল ৩৭২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা।

গত সপ্তাহেও ডিএসইর টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা ৭৪ পয়সা বেড়েছে। তালিকায় এর পরের অবস্থানে ছিল আইডিএলসি ফাইন্যান্স, ফাইন ফুডস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, রংপুর ফাউন্ড্রি, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সালভো কেমিক্যাল, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।
অন্যদিকে ডিএসইতে টপ টেন লুজার তালিকায় ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সায়হাম টেক্সটাইল মিলস, এফএএস ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও রহিমা ফুড।

ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষ দশ কোম্পানি হলো সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রতনপুর স্টিল রি-রোলিং, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
সিএসইতে সাপ্তাহিক টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসা কোম্পানির মধ্যে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং, সমতা লেদার, রংপুর ফাউন্ড্রি, মাইডাস ফাইন্যান্স, সালভো কেমিক্যাল, আইডিএলসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, বাংলাদেশ স্টিল রি-রোলিং, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

অন্যদিকে টপ টেন লুজার তালিকায় উঠে আসে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইমাম বাটন, এফ্সে ফাইন্যান্স, ইসলামী ব্যাংক ও দেশবন্ধু পলিমার।
সিএসইতে গেল সপ্তাহে লেনদেনের শীর্ষে চলে আসে ইস্টার্ন ব্যাংক, বেক্সিমকো ফার্মা, এক্মি ল্যাবরেটরিজ, বেক্সিমকো, সিটি ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক লিমিটেড।