নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমায় সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ৬ হাজার ৭৪১ দশমিক ৫৫ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে এক হাজার ৪৫৮ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে দুই হাজার ৪৬২ দশমিক ৯০ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১১৭টির এবং কমেছে ২১৯টির। বাকি ৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা।
ডিএসইতে এদিন ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৮৭১টি শেয়ার এক লাখ ৪৬ হাজার ২১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ফরচুন শুজ লিমিটেডের ৬৭ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৯০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪৩ কোটি ৯২ লাখ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৩২ কোটি ১৭ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ২৬ কোটি ৬ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪ কোটি ৪ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ২১ কোটি ২৬ লাখ এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ৭ দশমিক ১৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে লিবরা ইনফিউশনস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ৫ দশমিক ৮৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৫ দশমিক ৬০ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৪ দশমিক ৯১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪ দশমিক ৭৬ শতাংশ, সুহƒদ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৩০ শতাংশ, এম্বী ফার্মার ৪ দশমিক ০২ শতাংশ ও ফার্মা এইডসের ৪ দশমিক ০২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ১১ হাজার ৮৬১ দশমিক ৫৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ১৯ হাজার ৭৭১ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৭৮টির এবং ৪০টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইসিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ১১ লাখ টাকার।