Print Date & Time : 24 July 2025 Thursday 12:05 am

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে সূচক ও লেনদেনের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে একইসঙ্গে  সূচক ও লেনদেনের বড় উত্থান দেখা গেছে। তিন হাজার ১৪৯ কোটি টাকা বেড়ে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি টাকায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল বাজার মূলধনের নতুন রেকর্ডের পাশাপাশি ডিএসইএক্স, ডিএসইএস এবং ডিএস৩০ এ তিন সূচক বেড়ে সর্বোচ্চ রেকর্ড অবস্থানে ওঠে আসে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক শূন্য সাত পয়েন্ট বা এক দশমিক ১৪ শতাংশ বেড়ে ছয় হাজার ৬৯৯ দশমিক ৩৯ পয়েন্টে পৌঁছায়। আর ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৪ দশমিক ৯৬ পয়েন্ট বা এক দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে এক হাজার ৪৫৯ দশমিক শূন্য তিন পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৯১ পয়েন্ট বা এক দশমিক ২৪ শতাংশ বেড়ে দুই হাজার ৪২৭ দশমিক ৫৭ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২০৯টির এবং কমেছে ১৪৪টির। বাকি ২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে এদিন ৮৯ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৬৩৩টি শেয়ার তিন লাখ ৪৩ হাজার ৬৭১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ২৫৯ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর চার টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ১২১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর তিন টাকা ২০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৭৬ কোটি ৫১ লাখ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৫৫ কোটি ৫২ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৪৮ কোটি ৯১ লাখ, এবি ব্যাংকের ৪৪ কোটি ১৮ লাখ, মালেক স্পিনিং মিলসের ৪৩ কোটি ৭১ লাখ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪৩ কোটি ১০ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ৪৩ কোটি এক লাখ ও শাইনপুকুর সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, রিং শাইন টেক্সটাইলের ৯ দশমিক ৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ১১ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের আট দশমিক ৯৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের আট দশমিক ৭৫ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের আট দশমিক ৬২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের আট দশমিক ৬২ শতাংশ এবং এবি ব্যাংক লিমিটেডের সাত দশমিক ৫৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৩৮ দশমিক ৭৯ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে ১১ হাজার ৭০২ দশমিক শূন্য ছয় পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৩৭ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ২৩ শতাংশ বেড়ে ১৯ হাজার ৫১৫ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০৪টির এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।