নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে; একই সঙ্গে আগের কার্যদিবসের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ছয় হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে দুই হাজার ১৪০ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৫৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪২ কোটি ৬৯ লাখ টাকা বেড়েছে। এদিন ৮ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ২২৩টি শেয়ার এক লাখ ৪৩২ হাজার ২৫৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ১৫৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২৩ কোটি ২৫ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৬ কোটি ৮৪ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৪ কোটি ৮৫ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৮৩ লাখ, লিবরা ইনফিউশনস লিমিটেডের ১৪ কোটি ৩৩ লাখ, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ কোটি ৮৫ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১২ কোটি ৯৩ লাখ, ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের ১২ কোটি ৬০ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এর পরের অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ২৭ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৮৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৪২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৩৫ শতাংশ আরগন ডেনিমস লিমিটেডের ৬ দশমিক ০৪ শতাংশ, বিচ হ্যাচারি লিমিটেডের ৪ দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ১১ হাজার ১১০ দশমিক ৬২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৮৫ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৫৮টির দর। সিএসইতে গতকাল মোট ১৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৪ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ গতকাল সিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা।
এদিকে সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।