নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯২ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৯৯ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১ হাজার ২১৯ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪২ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ০৯ শতাংশ বেড়ে ২ হাজার ৯০ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৪১ কোটি ৭১ লাখ টাকা বেড়েছে। এ দিন ২৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৭৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ৮৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসির ৩৬ কোটি ৯১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৮ কোটি ৫৫ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২৬ কোটি ৪০ লাখ, রবি আজিয়াটা লিমিটেডের ২৫ কোটি ৭৩ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ২২ কোটি ৭১ লাখ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ২১ কোটি ৬৫ লাখ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ২০ কোটি ২৮ লাখ, আইএফআইসি ব্যাংক পিএলসির ১৯ কোটি ৯৩ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ার দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৯ দশমিক ৯৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৯ দশমিক ৭৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংক ব্যাংক পিএলসির ৯ দশমিক ৩৭ শতাংশ, ন্যাশনাল ব্যাংক পিএলসির ৯ দশমিক ৩৩ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯ দশমিক ২৩ শতাংশ, ওয়ান ব্যাংক পিএলসির ৮ দশমিক ৭৯ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৮ দশমিক ৬৯ শতাংশ, এবি ব্যাংক পিএলসির ৮ দশমিক ১৬ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১১০ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৯ হাজার ৮৬৫ দশমিক ১৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭৫ দশমিক ৫২ পয়েন্ট বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১৬ হাজার ৩৭৮ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ১২টির। গতকাল সিএসইতে লেনদেন হয় ১৩ কোটি ২২ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা।