নিজস্ব প্রতিবেদক: গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭ শতাংশ সিকিউরিটিজ তথা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বাড়লেও সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে, তবে এদিন লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে ছয় হাজার ৪৫১ দশমিক ৫৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে এক হাজার ৪১৫ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে দুই হাজার ৩৫৫ দশমিক ৬৮ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৭৯টির এবং কমেছে ১৪৬টির। বাকি ৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৯৮ লাখ টাকা। ডিএসইতে এদিন ২৪ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৩৩৯টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৫৭৯ বার হাতবদল হয়।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৪০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩৪ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট মেনুফ্যাকচারিং লিমিটেডের ২৮ কোটি ৭০ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৬ কোটি ১৩ লাখ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ কোটি ৪৪ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১৯ কোটি ৫৫ লাখ, রিংশাইন টেক্সটাইল লিমিটেডের ১৮ কোটি ৪১ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ১৬ কোটি ৯৯ লাখ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
গতকাল ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে আরামিট সিমেন্ট লিমিটেড। এর পরের অবস্থানে থাকা দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের ৯ দশমিক ৩০ শতাংশ এবং বিডিকম অনলাইন লিমিটেডের ৯ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪২ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১১ হাজার ৩২৯ দশমিক ৫২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭০ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১৮ হাজার ৮৯১ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১০২টির এবং ৪২টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ২২ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয় ২২ কোটি ৫৯ লাখ টাকা।