Print Date & Time : 8 July 2025 Tuesday 2:20 am

সবচেয়ে কালো গাড়ি নিয়ে এলো বিএমডব্লিউ

শেয়ার বিজ ডেস্ক: জার্মানির গাড়িনির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ এবার বিশ্বে প্রথমবারের মতো সবচেয়ে কালো রঙের একটি গাড়ি তৈরি করছে। এক্সসিক্স নামের এ বিশেষ মডেলটি বিএমডব্লিউ ফ্রাঙ্কফুর্ট মোটর শোতে দর্শনার্থীদের সামনে উš§ুক্ত করবে বলে জানা গেছে। খবর: সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, এক্সসিক্সকে ‘কালোর চেয়ে কালো’ দেখানোর জন্য বিএমডব্লিউ গাড়িটিতে ‘ভন্টব্ল্যাক ভিবিএক্সটু’ নামে বিশেষ পদার্থের প্রলেপ দিয়েছে। এটির উৎপত্তি ‘ভন্টব্ল্যাক’ নামের পদার্থ থেকে। ভন্টব্ল্যাক আলোর ৯৯ শতাংশ শুষে নেয়। এজন্য এটি বর্তমানে পৃথিবীর অন্যতম কালো রঞ্জক পদার্থ হিসেবে পরিচিত। তবে ‘ভন্টব্ল্যাক ভিবিএক্সটু’ ‘ভন্টব্ল্যাক’ থেকে কিছুটা ভিন্ন। কারণ ভন্টব্ল্যাকের মতোই কালো হলেও ভন্টব্ল্যাক ভিবিএক্সটুতে সব কোণ থেকে সমানভাবে আলোর প্রতিফলন ঘটে। আর এই গুণের জন্যই ভন্টব্ল্যাক ভিবিএক্সটু প্রাত্যহিক জীবনে বেশি ব্যবহার উপযোগী।
বিএমডব্লিউ বলছে, ভন্টব্ল্যাক ভিবিএক্সটু-এর প্রলেপ বিএমডব্লিউ এক্স-সিক্সকে অন্যরকম চেহারা দিয়েছে। মিশমিশে কালো রঙের কারণে গাড়িটির লাইট ও অন্যান্য নকশা আরও আকর্ষণীয় হয়।
এক্স-সিক্সের নকশা করেছেন হুসেন আল-আত্তর। তিনি বলেন, ভন্টব্ল্যাক ভিবিএক্সটু ডিজাইনারদের নতুনভাবে ভাবাবে। আগামী ১২ থেকে ২২ নভেম্বর ফ্রাঙ্কফুর্ট মোটর শোতে বিএমডব্লিউ ভন্টব্ল্যাক এক্সসিক্স মডেলটি দর্শকদের জন্য উš§ুক্ত করা হবে।
ব্রিটেনের সারে ন্যানোসিস্টেমস প্রতিষ্ঠাতা বেন জেনসেন ২০১৪ সালে ভন্টব্ল্যাকের আবিষ্কার করে। নক্ষত্র ও তারকারাজিকে দেখার জন্য মহাকাশে পাঠানো বিভিন্ন যন্ত্রের গায়ে প্রলেপ দিতে ভন্টব্ল্যাক ব্যবহার করা হয়। জেনসেন বলেন, গাড়িতে ভন্টব্ল্যাক ব্যবহারের চিন্তা প্রথমে তিনি মেনে নিতে পারেননি।
ভন্টব্ল্যাক ভিবিএক্সটু বর্তমানে স্বয়ংক্রিয় গাড়ির সেন্সর যন্ত্রাংশে বেশি ব্যবহার করা হচ্ছে। কারণ এতে ওইসব যন্ত্রাংশ সূর্যের আলোয় কম ক্ষতিগ্রস্ত হয়, একই সঙ্গে কার্যক্ষমতা বাড়ে।