Print Date & Time : 27 August 2025 Wednesday 9:44 pm

সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন চীনে

 

শেয়ার বিজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে চীন। এর গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। আগামী মাসের ২১ তারিখ থেকে এ ট্রেনের যাত্রা শুরু হবে। খবর সিনহুয়া।

এর আগে ২০১১ সালে চালু হওয়া ফুশিং নামের দ্রুতগতির ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার। কিন্তু দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ যাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই ট্রেনসেবা বন্ধ করে দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকে নতুন করে এসব ট্রেন আবারও চালু করা হবে। তবে এবারের ট্রেনগুলো আগের চেয়েও বেশি গতিতে চলবে। ঘণ্টায় এগুলোর গতিবেগ ৩৫০ কিলোমিটার হবে। এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে বলে জানানো হয়েছে।

২১ সেপ্টেম্বর থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেওয়া হবে। এ ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে। জরুরি সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে। রেল কোম্পানিগুলো রেলপথের উন্নয়নের জন্য কাজ করছে, যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে পারে। চীনের মোট রেলপথ ১৯ হাজার ৯৬০ কিলোমিটার দীর্ঘ।