Print Date & Time : 4 August 2025 Monday 12:12 am

সবচেয়ে বড় স্বর্ণখনি আবিষ্কারের দাবি চীনের

 

শেয়ার বিজ ডেস্ক: চীনে একটি বড় স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি বেইজিংয়ে শেনডং গোল্ড গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এ আবিষ্কারের কথা ঘোষণা করে। ওই খনি থেকে প্রায় ৩৮০ টন স্বর্ণ আহরণ করা সম্ভব এবং এটিই দেশটিতে সবচেয়ে বড় স্বর্ণখনি বলে দাবি তাদের।

স্বর্ণখনিটি প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য এবং ৬৭ মিটার প্রস্থের। এ খনি থেকে সব স্বর্ণ আহরণ করতে প্রায় ৪০ বছরের মতো সময় লাগতে পারে। পূর্ব চীনের শেনডংয়ে অবস্থিত লাইঝু ঝাওয়াং অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপদ্বীপ জিয়াওডংয়ে ওই খনিটির সন্ধান পাওয়া গেছে।

স্বর্ণ রিজার্ভে চীন বিশ্বের পঞ্চম দেশ। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও ফ্রান্স চীনের চেয়ে এগিয়ে। চীনে বর্তমানে প্রায় এক হাজার ৮৪৩ টন স্বর্ণের রিজার্ভ রয়েছে। নতুন খনিটিতে এ পরিমাণ স্বর্ণের প্রায় ২০ শতাংশ।