Print Date & Time : 5 July 2025 Saturday 10:13 pm

সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বে নিউজিল্যান্ড প্রথম স্বাগত জানাল ২০২৫ সালকে। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রথম খ্রিষ্টীয় নতুন বছর উদযাপন করেছে। তবে অনেকের মতে, সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। খবর: সিএনএন।

নতুন বছরকে স্বাগত জানাতে বিগত বছরগুলোর মতো এবারও অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজি শুরু হয়। এই আয়োজন উপভোগ করতে জড়ো হন হাজার হাজার মানুষ। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আতশবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিদের সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদযাপনের অংশ। নিউজিল্যান্ডে মাওরি অধিকার নিয়ে প্রতিবাদের একটি বছর শেষে এই প্রদর্শনীটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এদিকে প্রতি বছই নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপন শুরু হওয়ার অন্তত ১৮ ঘণ্টা আগে অকল্যান্ডের উদযাপন শুরু হয়।

অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও নববর্ষ উদযাপন শুরু হয়ে গেছে। এবার সিডনি হারবারে ১০ লাখের বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নববর্ষ উপলক্ষে সিডনি হারবারে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস একটি গানের অনুষ্ঠান পরিচালনা করবেন এবং আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। ওশেনিয়ার পর এশিয়ার মহাদেশের দেশগুলোয় নববর্ষ উদযাপন করা হয়। এবার জাপানে বছরের সবচেয়ে বড় ছুটি উদযাপনের প্রস্তুতি হিসেবে মন্দির এবং বাড়ি পরিষ্কার করা হয়েছে।

গত রোববার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭৯ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া জাতীয় শোক পালন করছে। ফলে সেখানে এবার নববর্ষ উদযাপন সীমিত রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজির পাশাপাশি ৮০০ ড্রোনের প্রদর্শনী এবং হোটেল ইন্দোনেশিয়া রাউন্ডঅ্যাবাউটে মধ্যরাতের কাউন্টডাউন আয়োজন করা হবে। চীনজুড়ে মানুষ নতুন বছরকে স্বগত জানাতে প্রস্তুত। দেশটির শ্যানডং প্রদেশে নতুন বছরে শুভ ভাগ্য কামনা করে লেখা ব্যানার নিয়ে ২০২৫ সালকে বরণ করে নিতে প্রস্তুত একদল নারী।