দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সব টিউবওয়েলই অকেজো খাবার পানির সংকট

মফিজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা: দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ৬টি টিউবওয়েলই অকেজো অবস্থায় পড়ে আছে। এতে খাবার পানি সংকটে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনরা। কিন্তু এ পানি সংকটের সমাধানের কোনো চেষ্টায় নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অকেজো টিউবওয়েল কোন দপ্তর মেরামত করবে, সেটা নিয়েও ঠেলাঠেলি অব্যাহত রয়েছে কর্মকর্মা-কর্মচারীদের মধ্যে।

ভুক্তভোগীরা জানান, গত কয়েক মাস ধরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ৬টি টিউবওয়েল অকেজো হয়ে পড়ে রয়েছে। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনসহ স্থানীয়রা বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে মৌখিক আবেদন করার পর সমাধানের কথা বললেও তারা কোনো পদক্ষেপ নেননি। রোগীর স্বজনরা দিনরাত তাদের খাবার পানি বাইরে থেকে সংগ্রহ করে আসছেন।

ভুক্তভোগী মোহাম্মদ আলী আরও জানান, গত কয়েকদিন আগে তার স্ত্রী অসুস্থ হলে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্ত্রীর সঙ্গে তার শ্বাশুড়িও সেখানে যান। সেখানে টিউবওয়েল যে নষ্ট তা তাদের জানা ছিল না। সারা দিনরাত পানির কষ্টে তাদের দিন কাটাতে হয়েছে। বাধ্য হয়ে ১০০ গজ দূরে মসজিদের টিউবওয়েল থেকে পানি এনে তা কাজে লাগাতে হয়েছে, যা রোগী ও তাদের স্বজনের জন্য হয়রানিমূলক।

দামুড়হুদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের টিউবওয়েল অকেজো হওয়ার বিষয়ে তাদের জানানো হয়নি। জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যেত।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, টিউবওয়েলগুলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থাপন করে দিয়েছিল। এগুলো চালু হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তাদের মেরামতের বিষয়ে বলা হয়েছে। তারা বলে মিস্ত্রি পাঠাব, মেরামত করে দেবে, কিন্তু এখন পর্যন্ত মেরামত করে দেয়নি। তিনি আরও বলেন, টিউবওয়েল নষ্টের বিষয়ে ভুক্তভোগী কেউ কিছু জানায়নি বা অভিযোগ করেনি। উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।