নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিশ্ববিদ্যালয়ে সব বিষয়ের শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ, আইসিটি, অন্ট্রোপ্রেনারশিপ, সফট স্কিল, ভ্যালুজ অ্যান্ড এথিকস এমবেডেড হিসেবে ও এক্সট্রা কোর্স হিসেবে পড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলতায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ: এমপ্লয়েবলিটি গ্র্যাজুয়েটস ইন দ্য চেঞ্জিং গ্লোবাল কনটেক্সট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা একমুখী শিক্ষার কথা বলেছিলাম, তা করতে পারিনি। সেটা ৫০ বছরের ইতিহাস। তবে সব শিক্ষার্থীকে যদি এভাবে পড়াতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারব। বিশ্ববিদ্যালয়গুলোকে যেটা করতে হবে কী পড়াতে চাই, কেন পড়াতে চাই, তা নিয়ে ভাবতে হবে। পাঁচ বছর পর সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। ১০০ বছর আগে বিশ্ববিদ্যালয়ে যা শুরু হয়েছিল, এখনও তা-ই চলছে। আমাদের ফিজিক্যাল মাস্টার প্ল্যান থাকতে হবে। মডিউলার এডুকেশনে যেতেই হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের কাজে যোগ দেয়ার পর রিস্কিল করার জন্য চার বছরের ডিগ্রি করতে আসতে হবে কেন? একজন শিক্ষার্থী চার সপ্তাহের কোর্স করবে, ছয় মাসের কোর্স করবে, ডিপ্লোমা করবে। নতুন যেসব বিশ্ববিদ্যালয় হচ্ছে, তার সবকটিতে সে সুযোগ রাখছি। আগের যেসব বিশ্ববিদ্যালয়ে নেই, সেগুলোর প্রয়োজনে আইন পরিবর্তন করব।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ঢাকা ডিসিসিআই প্রেসিডেন্ট সামির সাত্তার। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান নাসরিন আফরোজ।

Print Date & Time : 11 September 2025 Thursday 10:17 am
সব বিশ্ববিদ্যালয়ে সফট স্কিল কোর্স করানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
জাতীয়,দিনের খবর,শিক্ষা ♦ প্রকাশ: