Print Date & Time : 8 July 2025 Tuesday 2:41 pm

বাউবি শিক্ষক ফোরামের সভাপতি নোমান, সম্পাদক জাকিরুল

প্রতিনিধি, গাজীপুর: বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম ২০২৪-২৫ নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. সরকার মো. নোমান ও সাধারণ সম্পাদক পদে ড. মো. জাকিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বাউবির জনসংযোগ বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. আ ফ ম মেজবাহ উদ্দিন জানান, নতুন কমিটির নির্বাচিত অন্যরা হলেনÑকোষাধ্যক্ষ পদে স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেসের সহযোগী অধ্যাপক ড. চাঁদ সুলতানা কাওসার ও সদস্য পদে স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. সোয়াইব আহমেদ (শোয়াইব জিবরান), স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম ও স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক সম্রাট কুমার দে।