সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ও ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক’ পেয়েছেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। সম্প্রতি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদের ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. আবদুর রাজ্জাকের হাতে এ পদক তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে মো. আবদুর রাজ্জাক ছাড়াও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খানসহ মোট নয়জনকে এ পদক দেয়া হয়। বিজ্ঞপ্তি
