Print Date & Time : 30 August 2025 Saturday 3:40 am

সমাবেশ শেষে নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সমাবেশ শেষ করে বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিকভাবে ফিরে না গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু কেউ যদি কোনও নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদের ভাংচুরের চেষ্টা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রাজধানীতে সকাল থেকে যানবাহন চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে থেকে এমন কোনও নিষেধের নির্দেশনা নেই। সাভাবিক জীবনযাপনের যা করার সবই করবে, কোনও সমস্যা নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এসব বিষয়ে কাউকে কোনও বাধা দেয়নি।

এসময় পুলিশের প্রতিটি সদস্যকে সবসময় সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।