Print Date & Time : 5 August 2025 Tuesday 5:21 pm

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেব: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন, তাদের আগে ভ্যাকসিন দেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক সন্দেহ করেছেন, অনেক কথা বলেছেন, বিরূপ প্রচারও অনেকে করেছেন। আমরা তাদের ভ্যাকসিন দেব। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদেরও ভ্যাকসিন দেব। আমরা চাই তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। এজন্য তাদের আগে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা ভ্যাকসিন নেব। সবাইকে আগে দিয়ে নিই। আগেই যদি আমরা নিয়ে নিই, তাহলে সবাই বলবে আগে আগে নিয়ে নিল। আগামী ৭ তারিখে যখন দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে, তখন আশা করছি অনেকেই ভ্যাকসিন নেবেন। আমাদের কাছে অনেক মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সে সময় ভ্যাকসিন নেবেন।’

এ সময় মন্ত্রী আরও জানান, বাংলাদেশে এখন ৭০ লাখ ভ্যাকসিন আছে। এই মুহূর্তে ভারত ছাড়া অনেক দেশের কাছেই ভ্যাকসিন নেই। মে-জুনের মধ্যে কোভেক্সের ভ্যাকসিন চলে আসবে বলে আশা করছেন তিনি।