সম্পদের তথ্য গোপনে রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলাম অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় গ্রেফতার হয়েছেন। দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি এক কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৬১ টাকা সম্পদের তথ্য গোপন ও ৮৭ লাখ ৪৪০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলাটি করা হয়। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা মো. সাইদুজ্জামান আসামিকে গ্রেফতার করেন।

এর আগে গত বুধবার রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের তিন উপব্যবস্থাপক ও সাবেক দুই কাস্টমস কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। তাদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দিয়ে চার কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।