সম্পদ নিলামের বিষয়ে ব্যাখ্যা জানাল ন্যাশনাল ফিড

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিডের সম্পদ নিলামে তুলছে ব্যাংক এশিয়া। সম্প্রতি সংবাদপত্রে এমন খবর প্রকাশের ব্যাখ্যা জানিয়েছে ন্যাশনাল ফিড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ডিএসইকে চিঠির মাধ্যমে জানিয়েছে, ন্যাশনাল ফিডের সম্পদ নিলামে তোলার বিষয়টি সঠিক। কোম্পানির পক্ষ থেকে ব্যাংক এশিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সম্পদ নিলামের কার্য্যক্রম বন্ধ করা হচ্ছে।

জানা গেছে, ন্যাশনাল ফিড মিল এবং ন্যাশনাল হ্যাচারি প্রাইভেট লিমিটেডের বন্ধক রাখা সম্পদ নিলামে তুলছে ব্যাংক এশিয়া। প্রায় ৪৭ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য ব্যাংক এশিয়ার শান্তিনগর শাখা এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। গাজীপুর অর্থঋণ আদালতের আদেশ অনুযায়ী সংবাদপত্রে নিলাম বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

ব্যাংক এশিয়া সূত্রে জানায়, ব্যাংক এশিয়া একত্রিত ঋণ পরিশোধের ভিত্তিতে বন্ধক রাখা সম্পত্তি বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে, যা চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত খোলা থাকবে। নিলাম বিজ্ঞপ্তি অনুসারে, ন্যাশনাল ফিড মিল এবং ন্যাশনাল হ্যাচারির ৩১ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত ৪৬ কোটি ৯৩ লাখ টাকা বকেয়া ঋণ ছিল। বারবার দাবি ও নোটিশ পাঠানো সত্ত্বেও পরিশোধ না করায় ঋণগুলো খেলাপি হয়ে পড়েছে।

এরপর অর্থঋণ আদালত আইনের অধীনে বন্ধক রাখা সম্পত্তি বিক্রির আইনি অনুমোদন পাওয়ার পর ব্যাংক নিলামের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধক রাখা সম্পদের মধ্যে গাজীপুরে অবস্থিত ১৫.৭৭ একর জমি, যার মধ্যে কারখানার ভবনও অন্তর্ভুক্ত রয়েছে।