শিক্ষা এবং সমাজ সংস্কারে অনন্য অবদানের জন্য এডুকেশন ওয়াচ সম্মাননা পেলেন মানবতাবাদী বৌদ্ধ সন্ন্যাসী ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো। গত বৃহস্পতিবার শিক্ষা বিষয়ক পত্রিকা এডুকেশন ওয়াচের ১৬ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। নিভৃতচারী এই বৌদ্ধ সন্ন্যাসী দীর্ঘ সময় ধরে কাজ করছেন তিন পার্বত্য জেলায় বাস করা আদিবাসীদের শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে। ভেন প্রজ্ঞানন্দ মহাথেরোর জš§ ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বাবুছড়া গ্রামে। মহাথেরোর পিতা নরেন্দ্র লাল চাকমা এবং মাতা ইন্দ্রপতি চাকমা। প্রজ্ঞানন্দ মহাথেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিএ অনার্স এবং এমএ ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। মাধ্যমিক পাসের পরপরই মহাথেরো ভিক্ষুত্ব গ্রহণ করে মনোনিবেশ করেন মানবসেবায়। গড়ে তোলেন শিশু শিক্ষালয় ‘মোনঘর’ এবং ১৪টি শিক্ষা, প্রশিক্ষণ এবং সেবামূলক প্রতিষ্ঠান। রাজধানীর মিরপুরে গড়ে তোলেন বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ। দীর্ঘ সময় ভেন সফলভাবে দায়িত্ব পালন করেছেন পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক এবং পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি হিসেবে। বিজ্ঞপ্তি

Print Date & Time : 3 September 2025 Wednesday 5:53 am