ইথিওপিয়ায় এইউ’র সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলন থেকে ‘বের’ করে দেয়া হলো ইসরাইলের কূটনীতিককে

শেয়ার বিজ ডেস্ক: আফ্রিকার দেশ ইথিওপিয়ায় গতকাল শেষ হয়েছে আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন-২০২৩। সম্মেলন শেষের আগের দিন শনিবার এইউর সম্মেলন থেকে ‘বের’ করে দেয়া হলো ইসরাইলের এক জ্যেষ্ঠ কূটনীতিককে। এইউ’র পর্যবেক্ষক দেশ না হয়েও সম্মেলনে উপস্থিত থাকায় ৫৫ দেশের জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন থেকে সারন বার-লি নামের এক ইসরাইলি নারী কূটনীতিককে বের করে দেয়া হয়েছে। খবর: রয়টার্স, আল জাজিরা।

সম্মেলনে ইসরাইলের প্রতিনিধির উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরই শনিবার তাকে বের করে দেয়া হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সম্মেলনের উদ্বোধনী দিনে ওই ইসরাইলি কূটনীতিক সারন বার-লির সঙ্গে তর্ক করেছেন এইউ-র নিরাপত্তারক্ষীরা। এরপর তিনি বের হয়ে যান। সারন বার-লি ইসরাইলের আফ্রিকা বিষয়ক উপপরিচালকের দায়িত্বে আছেন।

এদিকে নিজ কূটনীতিককে বের করে দেয়ার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘একজন পর্যবেক্ষক হিসেবে স্বীকৃত এবং প্রবেশ ব্যাজ থাকা সত্ত্বেও আফ্রিকাবিষয়ক উপপরিচালক সারন বার-লিকে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন কক্ষ থেকে বের করে দেয়ার বিষয়টিকে ইসরাইল কঠোরভাবে দেখছে।’

আফ্রিকান ইউনিয়নের কমিশনের চেয়ারম্যানের মুখপাত্র ইবা কালোন্দো বলেছেন, ‘ইসরাইলি কূটনীতিককে বের করে দেয়া হয়েছে কারণ ইথিওপিয়ায় ইসরাইলের দূত হিসেবে যাকে স্বীকৃতি দেয়া হয়েছে তিনি ওই ব্যক্তি ছিলেন না।’

তবে এ ঘটনার জন্য আলজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে দায়ী করেছে ইসরাইল। ৫৫ সদস্যবিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য এ দু’টি দেশ। ইসরাইল বলেছে, এইউকে ‘জিম্মি করে ঘৃণা থেকে এমন ঘটনা ঘটিয়েছে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা।’

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার নিন্দা জানানো হবে। তারা বলেছে, ‘ইসরাইলের পর্যবেক্ষক স্ট্যাটাস বাতিল করার কোনো আইন এইউ-র নেই।’

তবে দক্ষিণ আফ্রিকা এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, পর্যবেক্ষক দেশ হিসেবে ‘স্বীকৃতি’ পেতে ইসরাইল যে আবেদন করেছে সেটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

দক্ষিণ আফ্রিকার হেড অব পাবলিক ডিপ্লোমেসির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রধান ক্লায়সন মোনেলা বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত এইউ ইসরাইলকে পর্যবেক্ষক দেশের স্বীকৃতি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না নিচ্ছে, ততক্ষণ ইসরাইল সম্মেলনে বসতে পারবে না এবং পর্যবেক্ষণও করতে পারবে না।’