সরকারি কর্মকর্তাদের গৃহঋণ সুবিধা দিতে অর্থবিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। গৃহ ঋণের সীমা হবে ২০ লাখ থেকে ৭৫ লাখ টাকার মধ্যে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন ও ব্র্যাক ব্যাংকের ডিএমডি সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল আফরোজা, উপসচিব নাজনীন সুলতানা ও সিনিয়র সহকারী সচিব মো. শাহিন রেজা এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব লেন্ডিং মনিরুল ইসলাম রনি, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
