Print Date & Time : 7 September 2025 Sunday 12:58 pm

সরকারি কর্মকর্তাদের ৩০% বেতন কাটবে ঘানা

শেয়ার বিজ ডেস্ক: ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো সরকারি কর্মকর্তাদের ২০ থেকে ৩০ শতাংশ বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমগুলো। খবর: আফ্রিকা নিউজ।

প্রায় সপ্তাহখানেক ধরে ক্যাবিনেট মন্ত্রী ও ইকোনমিক ম্যানেজমেন্ট টিমের (ইএমটি) সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্টÑএমনই জানায় গণমাধ্যমগুলো। তার এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মন্ত্রী, প্রদেশের প্রধানসহ পৌরসভার প্রধান ও জেলা পরিষদের কর্তারা ভুক্তভোগী হবেন। তাদের সবার বেতন কাটা হবে।

প্রেসিডেন্ট বেতন কমানোর বিষয়ে দেশবাসীর সহায়তা চেয়েছেন। গত ১৯ মার্চ এক টুইটে তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক সমস্যা সমাধানে আমি আপনাদের সরকারের খরচ কমানোর মতো সুপরামর্শগুলো পড়ছি। কিন্তু ইতোমধ্যে ২০ শতাংশ খরচ কমানো হয়েছে। এতে অনেকে সন্তুষ্ট নন। একক ক্ষমতাবলে ৩০ শতাংশ পর্যন্ত খরচ কমানোর চেষ্টা করছি।

প্রতিবেদন অনুযায়ী, বেতন কর্তনের বিষয়টি নিয়ে আলোচনা এখনও চলছে। তবে চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এতে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলা হয়েছে। কেননা এটি বাস্তবায়ন হলে সামাজিক সুরক্ষার মতো নানা বিষয়, যেমন স্কুল ফিডিং প্রোগ্রাম রক্ষা করা যাবে। সূত্রের মতে, আলোচনাধীন বিষয়গুলোর মধ্যে ২০ শতাংশ কর্তন করা হবে, না কি তার বেশি; সে বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।

ইউনিভার্সিটি অব ঘানার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক র‌্যানসফোর্ড গিয়াম্পো সম্প্রতি প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোকে এ সংক্রান্ত একটি চিঠি দেন। এতে তিনি প্রেসিডেন্টকে মন্ত্রিসভার কলেবর কমানো ও নিয়োগদাতাদের বেতন কমানোর পরামর্শ দেন। চিঠিতে তিনি ৩০ শতাংশ বেতন কেটে রাখার কথা উল্লেখ করেন।

ঘানার অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে চলতি বছর শুরুতে সরকার রাষ্ট্রীয়

কোষাগার থেকে মহানগর, পৌরসভা ও জেলা পরিষদের (এমএমডিএএস) জন্য বরাদ্দ কমানোর ঘোষণা দেয়। এজন্য এ বছরের প্রথম প্রান্তিকে মোটামুটি ২০ শতাংশ বরাদ্দ কমানোর সুপারিশ করা হয়।

গত সপ্তাহে রাজনৈতিক বিশ্লেষক গ্যাবি আসারে ওটছেরে-ডার্কো আকুফো-আদ্দোর প্রশাসনকে অর্থবছরের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন। তিনি তথ্য প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার ওপর গুরুত্বারোপ করার কথা বলেন। এজন্য

প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করেন গ্যাবি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৭ মার্চ) শুরু হয় এ বৈঠক। এতে বিতর্কিত ই-লেভি বিল নিয়েও আলোচনা হয়। বৈঠকে সরকার এ বিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কিছু অংশ বাদ দেবে, না কী যোগ করবে তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পাবলিক ডেবট অ্যাক্ট নিয়েও আলোচনা হয়। বৈঠকে এ আইনের সংশোধন, সংযোজন, পরিমার্জন ও হালনাগাদ করার কথা বলা হয়। ঘানার বর্তমান পাবলিক ডেবট স্টকের পরিমাণ ৩৪১ দশমিক ৮ বিলিয়ন ঘানাইয়ান ছেদি। তাই ঘানা রেভিনিউ অথরিটির (জিআরএ) সাবেক বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আদেই দেশটির খরচ কমাতে প্রস্তাব দেন। তিনি বলেন, আয়ের চেয়ে ব্যয় বেশি হলে, আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আপনার জীবনযাত্রার মান কমে যাবে। আপনার আয় যদি ৩ হাজার ছেদি হয়, অথচ ১০ ছেদি ঋণেরভারে জর্জর, তাহলে আপনার পক্ষে উপার্জিত অর্থ দিয়ে চলা সম্ভব নয়। ঋণভার কমাতে আপনাকে খরচ কমাতেই হবে।