Print Date & Time : 7 July 2025 Monday 8:05 am

সরকারি গুদামে দ্বিগুণ খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

প্রতিনিধি, নওগাঁ : সরকারি গুদামে যে পরিমাণ খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুণ মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ কথা কলেন।

মন্ত্রী বলেন, ‘প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোন আশঙ্কা নেই।’ খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারেন সে দিকে ব্যবসায়ীসহ সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন মন্ত্রী।

এর আগে চেম্বর ভবনে ফিতা কেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন মন্ত্রী। পরে চেম্বারের মেম্বার্স ডে অনুষ্ঠানে যোগ দেন সাধান চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতারাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন। তারা দেশের যে কোনো সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।