সরকারি দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার হুমকি আতিকের

নিজস্ব প্রতিবেদক: মশা নিধন কার্যক্রমে সহযোগিতা না করায় সিভিল এভিয়েশন ও রেলপথ মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ সোমবার ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের ৪৯ নম্বর ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা জানান।

এসময় মেয়র, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এবং রেল মন্ত্রণালয়ের দু’টি জায়গায় মশার লার্ভা জন্মানোর সহায়ক পরিবেশ দেখতে পেয়ে ক্ষোভ জানান। এজন্য ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে এসব সংস্থা ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

পরিদর্শনকালে মেয়র আতিক বলেন, বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশে রেল মন্ত্রণালয়ের একটি খাল পরিষ্কার করতে গিয়েও পারেননি ডিএনসিসির মশা নিধন কর্মী। এ জায়গাগুলো সিভিল এভিয়েশন ও রেল মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিষ্কার করার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ না করায় আদালতের শরানাপন্ন হতে হবে।

মেয়র বলেন, তাদের ফগ স্প্রে মেশিন দেয়া হয়েছে। সেটা দিয়েও তারা তাদের জায়গায় স্প্রে করতে পারে। তারপরও তাদের পক্ষ থেকে কোন উল্লেখযোগ্য পদক্ষেপ চোখে পড়েনি। এজন্য তাদের গাফিলতির দায়ভার তাদের নিতে হবে।

আতিক বলেন, মশা নিধনে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে। সনাতন থেকে আধুনিক সব পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। কিন্তু সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে না আসে, তাহলে একাজ সফল হবে না। যেহেতু মশার কোনো বাউন্ডারি দেয়াল নেই, সুতরাং একজনের গাফিলতিতে জন্মানো মশা পুরো শহরে ছড়িয়ে যাবে। তাই একান্ত সহযোগিতা কামনা করেন উত্তরের মেয়র।