Print Date & Time : 5 July 2025 Saturday 11:11 am

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না: প্রেস সচিব

শেয়ার বিজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারকে দোষারোপের রিপোর্ট হচ্ছে। কিন্তু সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না। যা হচ্ছে তা খুবই গড়পড়তা প্রতিবেদন। তবে তথ্য প্রমাণভিত্তিক ভালো প্রতিবেদন প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, সরকার এখন কোনও গোয়েন্দা বা বাহিনী দিয়ে গ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না। আমরা ভুল হলে ধরিয়ে দিচ্ছি। তখন বলা হচ্ছে সরকার বাধা দিচ্ছে। কোনও প্রতিবেদন হলে কালা কানুন ব্যবহার হচ্ছে না। বরং এসব কালাকানুন বাতিল করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সাংবাদিকদের কোনও অন্যায় সুবিধা দিচ্ছে না। এর ব্যত্যয় থাকলে অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানাচ্ছি। গত ১৫ বছরের বাজে সাংবাদিকতা নিয়ে একজন সাংবাদিকও দু:খ প্রকাশ করেনি।

এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাদের মুখোশ ও রাজনৈতিক সম্পৃক্ততা উন্মোচনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি।