Print Date & Time : 8 July 2025 Tuesday 9:33 am

সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির খুলনার সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, রাস্তায় রাস্তায় বাধা, হামলা হচ্ছে। পথে পথে যেখানে দেখবে সেখানে গ্রেফতারের নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে বিএনপির ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে করে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকারকে দায় নিতে হবে। তারা বিএনপিকে সভা-সমাবেশ করেত দিতে চায় না। গণপরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। পরিকল্পিতভাবে তারা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে।

প্রসঙ্গত, শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে বিএনপির।