সরাইলে জমিতে মিলল কৃষকের মরদেহ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামের জমিতে মিলল কৃষক আব্দুল হামিদের (৫৭) মরদেহ। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে সরাইল থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি একই গ্রামের কালা মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে সরাইল থানার পরিদর্শক (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পেশায় কৃষক আব্দুল হামিদ প্রতিদিন রাতেই বাড়ি থেকে বের হয়ে আবার কিছুক্ষণ পর ফিরেও আসতেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের জমিতে তার মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে অবহিতের পর পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীর কাদামাখা থাকলেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’