Print Date & Time : 10 September 2025 Wednesday 9:02 pm

সরিয়ে নেয়া মালামাল ফিরিয়ে আনল বিসিবি

প্রতিনিধি, বগুড়া: বিসিবি বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু পুনর্বহালের পর ঢাকায় নিয়ে যাওয়া মালামাল ফিরিয়ে আনা হয়েছে। গতকাল সোমবার সকালে তিনটি কাভার্ড ভ্যান বোঝাই মালামাল বুঝে নেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান।

এর আগে রোববার সন্ধ্যার দিকে ইবিসিবি ঢাকাতে নিয়ে যাওয়া মালামাল আবারও পাঠিয়ে দেয়।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান,  বিসিবি থেকে মালামাল ফিরিয়ে দেয়ার পাশাপাশি আগের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে এই ভেন্যুতে পুনর্বহাল করা হয়েছে। শুধু একজন পিচ কিউরেটরকে অন্যত্র বদলি করা হয়েছে। চেনা গ্রাউন্ডে বেশ ফুরফুরে মেজাজে মাঠের পরিচর্যাকারীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। রোববার রাতেই সবরকম গ্রাউন্ড পরিচর্যার সামগ্রী মাঠে এসেছে। সকাল থেকে সেগুলো বুঝে নিতে বেশ ব্যস্ততা সময় পার করতে হচ্ছে।

তিরি আরও জানান, ঈদ পরে ঢাকা থেকে বিসিবির একটি দল মাঠ পরিদর্শনে আসবেন। তারা মাঠের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ব্যবস্থা নিবেন। পাশাপাশি বগুড়ার স্থানীয় খেলোয়াড়দের জন্য আলাদা একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের বিষয়েও উনারা কাজ করবেন।