Print Date & Time : 14 September 2025 Sunday 11:41 am

সর্বকালের সেরা রেকর্ড থেকে ছিটকে গেল ওয়াল স্ট্রিট

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড নীতি সুদহার বৃদ্ধি থেকে সরে আসবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে গতকাল মঙ্গলবার সূচকের পতন দেখল ওয়াল স্ট্রিট, ফলে সর্বকালের সেরা রেকর্ড হওয়ার পথ থেকে বিচ্যুত হলো যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারগুলো। খবর: এপি।

মঙ্গলবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১৫ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৯৬২ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি গত সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবারে সর্বোচ্চ অবস্থানে ছিল।

ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক কমে ২৭৪ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ। এতে তাদের পয়েন্ট দাঁড়ায় ৩৮ হাজার ৩৮০ দশমিক ১২-এর স্তরে। অন্যদিক নাসডাক কম্পোজিট সূচকও কমার তালিকায় নাম লিখিয়েছে। তাদের পয়েন্ট কমে ৩১ দশমিক ২৮ বা শূন্য দশমিক ২ শতাংশ। এতে পয়েন্ট দাঁড়ায় ১৫ হাজার ৫৯৭ দশমিক ৬৮।

আয়ের মৌসুম মাঝপথে রয়েছে বলে জানায় এপি। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর প্রায় অর্ধেকই তাদের আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোও রয়েছে।

এপি জানায়, এসটি লাউডারের শেয়ারের দাম ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি রাজস্ব আয় এবং মুনাফার সন্তোষজনক প্রতিবেদন প্রকাশের পর তাদের শেয়ারের দামে উল্লম্ফন দেখা গেছে। একই সময় প্রত্যাশাতীত মুনাফার প্রতিবেদন প্রকাশের পর ম্যাকডোনাল্ডসের শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৭ শতাংশ। তবে সবশেষ প্রান্তিকে পূর্বাভাসের তুলনায় কম আয় করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে ব্যাংক অব আমেরিকার কৌশলবিদরা জানিয়েছেন, বিশ্লেষকদের পূর্বাভাসের আওতায় আসেনি, এমন প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমেছে। এমনকি ধারণার চেয়ে বেশি পতন হয়েছে এসব কোম্পানির শেয়ারের দাম। বন্ড বাজারের কারণে শেয়ারগুলো চাপে রয়েছে। ফেড নীতি সুদহার অপরিবর্তিত রাখলেও বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ২০০১ সালের পর সর্বোচ্চ নীতি সুদহার বহাল রেখেছে ফেড, যার প্রভাব পড়েছে ওয়াল স্ট্রিটে।