Print Date & Time : 8 July 2025 Tuesday 9:18 am

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকিট

ক্রীড়া ডেস্ক : দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের নবম আসরের জন্য অপেক্ষার প্রহর গুণছে ক্রীড়াপ্রেমী জনগণ। স্টেডিয়ামে বসে প্রিয় দলের খেলা দেখতে চায় উৎসুক জনতা। বিপিএলের এবারের আসরের টিকিটের জন্য সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে ভক্তদের। এছাড়া সর্বনিম্ন ২০০ টাকায় দেখতে পারবেন খেলা।

জানা গেছে, সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের। ৩০০ টাকা নর্থ এবং সাউথ স্ট্যান্ডে এবং ক্লাব হাউজের টিকিট ধরা হয়েছে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা নির্ধারণ হয়েছে।

ঢাকা পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের এক নম্বর গেট এবং শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।

বুধবার (৪ জানুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট কেনা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিটের বিক্রি চলবে। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর।