Print Date & Time : 6 August 2025 Wednesday 2:38 am

সর্বোচ্চ আয়করদাতা সুবর্ণা

 

শোবিজ ডেস্ক: ভাবতে খানিক অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি খবর। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনয়শিল্পীদের মধ্যে আয়কর প্রদানে প্রথম স্থান অর্জন করেছেন। যদিও অভিনয়শিল্পীদের মধ্যে আয়কর বিষয়ে তেমন কোনো উৎসাহ দেখা যায় না। বরং এ বিষয়ে লুকোচুরির প্রভাবটাই বেশি লক্ষ্য করা যায়।

তেমন বাস্তবতার বিপরীতে গত বুধবার সুবর্ণা মুস্তাফার কাছ থেকে আসে সুখবরটি। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৫-১৬ অর্থবছরে অভিনয়শিল্পী বিভাগে সর্বোচ্চ করদাতা হিসেবে তাকে সম্মাননাপত্র প্রদান করেছে।

তার ভাষায়, ?‘খুব ভালো লাগছে। নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছি। নিয়ম মেনে সরকারের কর পরিশোধ করেছি। সরকারও এর জন্য আমাকে মূল্যায়ন করেছে। আমার জন্য এটা খুবই আনন্দের বিষয়। আমি অভিভূত। কারণ, আয়কর দিয়ে এমন স্বীকৃতি পাবো সেটা ভাবিনি কখনও। আমি চাই সবাই কর পরিশোধ করে দেশের উন্ননে এগিয়ে আসুক।’