Print Date & Time : 7 September 2025 Sunday 3:25 am

সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (বাংলাদেশ) সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২০-২১ করবর্ষে ব্যাংকিং বিভাগে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃত হয়েছে। বাংলাদেশের কর প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে এনবিআর দেশের উন্নয়নে মডেল করদাতাদের অসামান্য অবদানের জন্য সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে শীর্ষ করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও কোম্পানিকে ট্যাক্স কার্ড হস্তান্তর করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘আমরা বহু বছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ করদাতাদের একজন। এ স্বীকৃতির মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার জন্য এনবিআরকে অভিনন্দন।’ বিজ্ঞপ্তি