শেয়ার বিজ ডেস্ক: কুমিল্লায় করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার কুমিল্লা মহানগর এলাকায় ৪৯ জনসহ জেলায় এক দিনে ৬০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, যা দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এছাড়া ৫৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা গেছেন। তথ্যটি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগ। সূত্র: বাংলা ট্রিবিউন।
কভিড-১৯ প্রকোপ বেড়ে যাওয়ায় গতকাল থেকে রাত ৯টার মধ্যেই সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। শুধু ওষুধের দোকান ছাড়া শপিংমল, সুপারশপ, কাঁচাবাজার, মাছ-মাংসের দোকান, হোটেল, রেস্তোরাঁ, সড়ক ও ফুটপাতে থাকা ভাসমান ভ্যানগাড়ি, সেলুন ও সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিদিন রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন। তিনি জানান, এ বিষয়ে কুমিল্লা মহানগরীতে গত দুই দিন ধরে মাইকিং করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মার্চে করোনাভাইরাস পরিস্থিতি আবারও প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। ব্যবসাপ্রতিষ্ঠান জীবাণুমুক্ত রাখতে হবে। ক্রেতা ও বিক্রেতাকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার করোনা শনাক্ত হওয়া ৬০ ব্যক্তির মধ্যে কুমিল্লা মহানগরীর বাসিন্দা ৪৯ জন। বরুড়ায় চার জন। লাকসাম, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে দু’জন করে আক্রান্ত হয়েছেন।