সহকর্মীদের সাহসিকতায় বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন আবু হায়াত

প্রতিনিধি, সাতক্ষীরা:  সুন্দরবনে সহকর্মীদের সাহসিকতায় বাঘের হাত থেকে জীবন নিয়ে ফিরে এসেছেন আবু হায়াত (৫০) নামের এক জেলে। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে।

রোববার বিকেলে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেষ্ট ষ্টেশন এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পরেন আবু হায়াত ও তার সহকর্মীরা জেলেরা।

মীরগাং গ্রামের কেরামত সানার ছেলে বাবলু সানা জানান, ‘গত ২৯ জানুয়ারি পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেষ্ট ষ্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ শিকারে যান তিনিসহ আবু হায়াত ও আরশাদ গাজীর ছেলে নুর ইসলাম গাজী নামের তিন জেলে। রোববার বিকেলে সুন্দরবনের দাইরগাং বড় খাল নামক স্থানে জ্বালানী কাঠ সংগ্রহের জন্য নৌকা থেকে নেমে খালের পাশের বনে প্রবেশ করেন তারা। এসময় একটি বাঘ অতর্কিত আবু হায়াতের উপর আক্রমণ করে ‘

তিনি বলেন, ‘বাঘের এই অতর্কিত আক্রমণে আমরা চিৎকার দিতে থাকি এবং হাতে থাকা বৈঠা ও লাঠি গাছে আঘাত করে শব্দ করতে থাকি। তখন বাঘটি আবু হায়াতকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে আবু হায়াতকে উদ্ধার করে দ্রুত উপকূলের দিকে রওনা দিয়ে রাত দুইটার দিকে বাড়ি ফিরে আসি। পরে সকালে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও মাথায় তিনটি স্থানে আঘাত লেগেছে।’

কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ জানান, দাইরগাং বড় খাল নামক স্থান থেকে আবু হায়াত নামে এক ব্যক্তিকে বাঘে ধরেছে জানতে পেরেছি এবং তার সহযোগীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে।